৩ বছর কারাভোগের পর বাড়ি ফিরলেন জাহালম

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫০ পিএম, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯ | ৪৭৯

দীর্ঘ ৩ বছর কারাভোগের পর অবশেষে উচ্চ আদালতের নির্দেশে মুক্তি পেয়েছে জাহালম মিয়া (৩০)।

রোববার রাতে কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পায়। খোজ নিয়ে জানা যায়, আবু ছালেকের বিরুদ্ধে সোনালি ব্যাংকে ১৬ কোটি টাকা জালিয়াতির ৩৩টি মামলা হয়। কিন্তু আবু ছালেকের বদলে জেল খাটেন জাহালম। জাহালম নিরাপরাধ প্রমান হয়।

তদন্ত করে একই মত দেন জাতীয় মানবাধিকার কমিশন। দুদকের দায়ের করা অর্থ জালিয়াতি মামলায় ভূলবশত তাকে গ্রেফতার করে। জাহালম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। সে তিন ভাই তিন বোনের মধ্যে দ্বিতীয়। স্ত্রী কল্পনা ও সাত বছর বয়সী চাদনী নামের এক কন্যা নিয়ে তাদের ছিল ছোট্র সংসার।

জীবীকার টানে বাংলাদেশ জুট মিলে কাজ নেয় জাহালম। ছালেক নামক ব্যাক্তির ১৬ কোটি টাকা জালিয়াতির ৩৩টি মামলায় দুদক কর্মকর্তা ছালেকের পরিবর্তে জাহালমকে আটক করে।

মুক্তির পর জাহালম তার নিজ বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়ায় ফিরেছে। স্বজনরা তাকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পরেন। স্বজনদের জড়িয়ে কান্নায় ভেঙ্গে পরেন। এদিকে জাহালমকে দেখেতে আশপাশের শত শত জনতা এ সময় তার বাড়িতে ভীর করে। মুক্তির পর মুক্ত বাতাসে প্রশান্তির নি:শ্বাস নিয়ে গণমাধ্যমের সামনে আসে জাহালম।

সে তার অনুভ’তি জানিয়ে বলেন, স্বজনদের পেয়ে খুব ভাল লাগছে শান্তি লাগছে। পাশাপাশি মিথ্যা মামলায় দীর্ঘ সময় কারাগারে থাকার যন্ত্রনাও ভূলতে পারছিনা। আমার একমাত্র শিশু কন্যার মুখে বাবা ডাক থেকে বঞ্চিত হয়েছি। আমার পরিবার আমাকে মুক্ত করতে গিয়ে নিঃস্ব হয়েছে। আমার মা অন্যের বাড়ি কাজ করে আমার মুক্তির জন্য দ্বারে দ্বারে ধরনা দিয়েছে। আমি এর ক্ষতিপূরন চাই। একইসাথে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করি।

জাহালমের মা মনোয়ারা বেগম ছেলে কে জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, আমার ছেলেকে যারা বিনাদোষে জেলে দিছিলো তাগোরে বিচার চাই। ছেলের মুক্তির জন্য আমি সবকিছু হারিয়েছি এর ক্ষতিপুরন ক্যারা দিবো? আমি ক্ষতিপুরন চাই। আর কোন মায়ের সন্তান এভাবে যেন বিনা দোষে জেলে না যায় এ জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন।