মুক্তিযোদ্ধাদের কটুক্তির প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫০ পিএম, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮ | ৪৮৬

আন্দোলনের নামে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনা অবমাননা, মুক্তিযুদ্ধ,বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের কটুক্তির প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।গতকাল বৃহষ্পতিবার সকালে নাগরপুর প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আযোজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন,সাংবাদিক খন্দকার আসাব মাহমুদ,সাবেক ডিপুটি কমান্ডার খন্দকার আব্দুল করিম,ভাইস চেয়ারম্যান (মহিলা) জিয়াছমিন আক্তার জোৎস্না, মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান মো.শওকত হোসেন, নিরেন্দ্র নাথ পোদ্দার, নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আজিজুল হক বাবু,সদস্য সচিব মাইদুল ইসলাম জিপু প্রমূখ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা শাহীনের নিকট স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।