টাঙ্গাইলে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:৫৬ এএম, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯ | ৫৭৫

টাঙ্গাইলে জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেয় অতিরিক্ত পুলিশ সুপার মো. আহাদুজ্জামান মিয়া, সিভিল সার্জন ডা. মো. শরীফ হোসেন খান, বন কর্মকর্তা হারুন-অর-রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম প্রমুখ। 

এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারি উপস্থিত ছিলেন। সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আলোচনা করা হয়।