চকরিয়ায় হানিফ আর লেগুনা গাড়ির সংঘর্ষে গুরুতর আহত-১


চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে সড়কের চকরিয়া উপজেলায় ডুলাহাজারা ইউপির দরগাহ গেইট নামের স্থানে ২৩ জানুয়ারি সকাল ৬টার সময় হানিফ বাস ও লেগুনা গাড়ির সংঘর্ষে মনোয়ার আলী খোকন (৩২) নামের লেগুনার ড্রাইভার গুরুতর আহত হয়েছে। বর্তমানে স্থানীয় মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, মনোয়ার আলী খোকন অত্র ইউপির ১নং ওয়ার্ডের হাছিনা পাড়া গ্রামের মৃত জবর মুল্লকের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম হয়ে আসা হানিফ বাসটি বেপরোয়া গতিতে এসে রাস্তার পূর্ব পাশে দাড়িয়ে থাকা লেগুনাকে ধাক্কা দিয়ে চলে যায়। বর্তমানে ঘটনার বিষয়ে হানিফের এক ষ্টাপ এসে মাত্র ৩হাজার টাকার বিনিময়ে ঘটনা শেষ করার পায়তারা চালাচেছ।
কর্মরত চিকিৎসক জানান, আহত ব্যক্তিকে মাথায় প্রচন্ড আঘাতের ফলে জ্ঞানহারা হয়, অপারেশন না হওয়া পর্যন্ত বাঁচবে কি-মরবে বলা অসম্ভব।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) ইন্সপেক্টর মোঃ আলমগীর বলেন, ঘটনার কথা শুনছি। তবে আহত ব্যক্তির জ্ঞান না ফেরা পর্যন্ত কোন ধরণের আপোষ হবে না। বরং আইনগত ব্যবস্থা গ্রহণ করব।