মির্জাপুরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে এক ছিনতাইকারী নিহত


টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে এক ছিনতাইকারী নিহত হয়েছে। রোবাবার রাত ২টা ১৫ মিনিটের দিকে মির্জাপুর উয়ার্শী -বালিয়া সড়কে কুতুববাজার সংলগ্ন ব্রীজের ধারে এই ঘটনা ঘটে।নিহতের নাম ইমন (২২)। সে সদরের পুষ্টকামুরী সওদাগড়পাড়া ইয়াকুব আলীর ছেলে।
পুলিশ জানায়, মির্জাপুর থানার টহল পুলিশ পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় অবস্থান করছিল। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে এক পিকআপ চালক খবর দেয়, ওই স্থানে অজ্ঞাত ছিনতাইকারীরা গাড়ি থামিয়ে ছিনতাই করছে। তাৎক্ষনিক এস আই মনিরুজ্জামান মুন্সির নেতৃত্বে পুলিশ যাত্রীবেশে একটি মুরগি বাহী পিকআপে যোগে (ঢাকা মেট্রা-১৭-৩৮৭৬) ঘটনাস্থলে পৌছান। ছিনতাইকারীরা ওই পিকআপ থামিয়ে ধারালো দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সদ্যবেশী পুলিশের ওপর হামলা করে। এসময় পুলিশ দুই রাউন্ড ফাকা গুলি ছুরে।
ছিনতাইকারীরা পুলিশকে লক্ষকরে এলাপাথারি গুলি করলে পুলিশও পাল্টা গুলি ছুরে। এসময় ছিনতাইকারীরা পালিয়ে গেলেও রক্তাক্ত অবস্থায় একজনকে মাটিতে পড়ে থাকেতে দেখে পুলিশ তাকে দ্রæত কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ধারালো চাকু ও একটি গাড়ি তোলার জ্যাক উদ্ধার করে। এ ঘটনায় মির্জাপুর থানার এস আই মনিরুজ্জামান মুন্সি ও এস আই আলী আজম আহত হয়েছেন বলে পুলিশ জানায়।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক বলেন গভির রাতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত ছিনতাইকারীর পরিচয় রোববার দুপুরে নিশ্চিত হওয়া গেছে। নিহত ইমনের নামে মাদক ছিনতাই সহ মির্জাপুর থানায় একাধীক মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।