অপহরণ মামলার ১নং আসামী বিদেশ গমনের উদ্দেশ্যে রওনা


অপহরণ মামলার ১নং আসামী বিদেশ গমনের উদ্দোশ্যে রওয়ানা। কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউপির ৫নং ওয়ার্ডের মাইজ কাকারা গ্রামের হিন্দু সম্প্রদায়ের দিলীপ কান্তি দের (প্রবাসী) স্ত্রী লক্ষী রাণী দে কে গত ২০১৮ সালের ২রা সেপ্টেম্বর বিকেল ৩টার সময় চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের অবস্থিত মিউচুয়্যাল ট্রাষ্ট ব্যাংকের সামনে হইতে জোর পূর্বক অপহরণ করা হয়।
এ বিষয়ে চকরিয়া থানায় অপহরণ হওয়া লক্ষী রাণীর ভাই নারায়ন চন্দ্র দে বাদী হয়ে গত ১৬ সেপ্টেম্বর এক খানা মামলা রুজু করেন, যার মামলা নং- ৪৫।
তদন্ত কর্মকর্তার নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে জানা যায়, অপহরণকারী পেকুয়া উপজেলার সদর ইউপির ৭নং ওয়ার্ডের জালিয়াখালী গ্রামের মনির আহমদের পুত্র মোঃ আলীমগীর (২৭), ওমান প্রবাসী। বর্তমানে মামলাটি বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল আদালতে ভিকটিমের জবান বন্দী অনুসারে লিপিবদ্ধ করে উক্ত ট্রাইবুন্যাল আইন সংশোধিত ২০০০/৩, এর ৭/৩০ গণ্য করে বিচারের প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত কর্মকর্তা চকরিয়া থানার এস আই প্রিয় লাল ঘোষের প্রতিবেদনে এমন লিখা হয়।
ভিকটিমের ভাই নারায়ন বলেন, আমার বোনকে জোর করে অপহরণ করা হয়। দীর্ঘ প্রায় ৪ মাস যাবৎ ভিকটিমকে লুকিয়ে রেখেছে। গত ২২ জানুয়ারী বিকেল সাড়ে ৪টার সময় হঠাৎ আমার বোন লক্ষী রাণী মুঠোফোনে বলেন, লোকটি তাকে মেরে ফেলার হুমকি দিয়ে আটকিয়ে রাখে।
আজ ২৩/২৪ তারিখের মধ্যে অপহরণকারী আলমগীর বিদেশ চলে যাবে বলে জানান, ঐ নাম্বারে এখন আর সংযোগ পা”িছ না। অপহরণকারী আলমগীরের পাসপোর্ট নং- ইঘ০৭৯২১৯০, জাতীয় পরিচয়পত্র নং- ২২১৫৬৮৩২৪৭৬১ ও জন্ম তারিখ- ১০ গধু ১৯৮৮। এ অপহরণকারী বিদেশ গমন ঠেকাতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ সহ এয়ারপোর্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।