অনুর্দ্ধ-১৪ জাতীয় ক্রিকেট

ঢাকা বিভাগ উত্তরে টাঙ্গাইল চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯ | ৪৮৩

অনুর্দ্ধ-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় ঢাকা বিভাগ উত্তরের চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল জেলা দল। বুধবার মানিকগজ্ঞজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ময়মনসিংহ জেলা দলকে ১৫২ রানে হারায়।

সকালে টসে জিতে টাঙ্গাইল ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নিধারিত ৫০ ওভারে টাঙ্গাইল ৫ উইকেট হারিয়ে ২২৮ রান করে। টাঙ্গাইল জেলা দলের পক্ষে ব্যাটস ম্যান রিফাত সবোর্চ্চ ৪৩ রান করে অপরাজিত থাকে । এ ছাড়া রিজান ৩৯ এবং কৌশিক ৩০ ও আবিদ অপরাজিত ২৭ রান করে।

২২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ময়মনসিংহ জেলাদল মাত্র ২৪ ওভার ২ বল খেলে ৭৬ রানে অল আউট হয়ে যায়। টাঙ্গাইল দলের স্পিনার দেবশীষ সরকার ৫ ওভার বল করে ১টি মেডেন সহ ৮ রান দিয়ে ৪ উইকেট লাভ করে।

এ ছাড়া স্পিনার কাউয়ুম খান ৪ ওভার বল করে ১টি মেডেন সহ ১০ রান দিয়ে ৪ উইকেট লাভ করে। স্পিনার কাউয়ুম হ্যাট্টিক চান্স মিস করে।
ফাইনালে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন টাঙ্গাইল জেলা দলের স্পিনার দেবাশীষ সরকার।