ধনবাড়ীতে আগুনে দগ্ধ হয়ে মহিলার মৃত্যু

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯ | ৫৮১

টাঙ্গাইলের ধনবাড়ীতে আগুনে দগ্ধ হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে।

জানাযায়, ধনবাড়ী পৌর শহরের উত্তর মিয়াপাড়া গ্রামের মো: আজিজের স্ত্রী শান্তি বেগম(৫৪) শীত নিবারণ করতে গিয়ে রান্না করার চুলার উপর দাড়িয়ে থাকা অবস্থায় তার শরীরে আগুনের শিখা লেগে যায়। এতে তার পুরো শরীরের আগুনে প্রায় তিন ভাগ পুড়ে যায়।

বাড়ীর লোকজন তাতক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ।

প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকাবস্থায় মঙ্গলবার(১৫ জানুয়ারী ১৯) সকালে তার গ্রামের বাড়ী টাঙ্গাইলের ধনবাড়ীতে আনার পথে শান্তি বেগমের মৃত্যু হয়।

স্থানীয়ারা জানান, অসাবধানতার কারনে তার শরীরে আগুন লেগে যায়।