চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

এম,জুনাইদ উদ্দিন (চকরিয়া) কক্সবাজার
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯ | ৪৩৪
চকরিয়ায় বিদ্যুত দুর্ঘটনায় মোহাম্মদ জাবের ইমরান (২৮) নামের এক শিক্ষক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে। শুক্রবার ৮ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহারবিল ইউনিয়নস্থ নিজবাড়িতে বিচ্ছিন্ন বিদ্যুৎ লাইনে সংযোগ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
 
তিনি রাঙ্গুনিয়া গণ্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বিদ্যুত দুর্ঘটনায় নিহত তরুণ শিক্ষক মোহাম্মদ জাবের ইমরান শাহারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ড মধ্যমপাড়ার বাসিন্দা আবদুল কাদেরের ছেলে।
 
শাহারবিলের স্থানীয় বাসিন্দা জনৈক জুনাইদুল হক তার ফেসবুক স্ট্যাটাস ও কমেন্টে নিশ্চিত করেছেন, ছোটভাই বিদেশ (দুবাই) থাকায় শুক্রবার জানাযা হচ্ছেনা। শনিবার সকাল ১১টায় জাবের ইমরানের ছোটভাই বাংলাদেশে এসে পৌঁছাবেন। একইদিন আছরের নামাযের পর শাহারবিল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে শিক্ষক জাবের ইমরানের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে। 
 
পরিবারের লোকজন জানায়, বাড়িতে সকালে পানির মটরের লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়। এতে অসাবধাণতায় বিদ্যুত আক্রান্ত হলে ঘটনাস্থলেই প্রাণ হারায় জাবের ইমরান। 
 
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার বিষয়টি আমাকে অবহিত করেন। এটা মর্মান্তিক একটি ঘটনা। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে বলে তিনি জানান।
 
সূত্রে জানা গেছে, আগামী ১৮ ফেব্রুয়ারি শিক্ষক জাবের ইমরানের বিয়ের দিনক্ষণ। বিয়ের পিঁড়িতে বসতে ইমরান বিদ্যালয় থেকে ছুটি নিয়ে আসেন বাড়িতে। আকষ্মিক এ দুর্ঘটনার শিকার হলে বিয়ের পিঁড়িতে বসা ম্লান হয়ে যায় জাবের ইমরানের।
 
এদিকে শাহারবিল বি.এম.এস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও প্রাক্তন ছাত্র সংসদের সদস্য মোহাম্মদ জাবের ইমরানের মৃত্যুতে এক বিবৃতিতে প্রাক্তন ছাত্র সংসদ পরিবার গভীরভাবে শোক প্রকাশ করেছেন।
 
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অত্যন্ত নম্র ও বিনয়ী স্বভাবের জাবের ইমরান আমাদের সকলের কাছে পরিচিত একজন ব্যক্তি ছিলেন। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি যেনো জান্নাতবাসী হন; সেই ফরিয়াদও জানাচ্ছি মহান আল্লাহর কাছে।