নাগরপুরে ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্টিত


“ বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি ” এই পতিবাদ্য সামনে নিয়ে দিনব্যাপী টাঙ্গাইলের নাগরপুরে ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ অনুষ্টিত হয়েছে।
নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় তত্ত্ববাধানে ও পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার সকালে স্থানীয় যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ চত্বরে এ মেলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাগরপুর সরকারি কলেজের অধ্যক্ষ রাধা বল্লভ সরকার,নাগরপর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস, উপজেলা কৃষি কর্মকর্তা বি এম রাশেদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের (ভারঃ) প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ প্রমুখ।
অনুষ্টানটি পরিচলনা করেন যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. আলম মিয়া। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ মেলায় ১৮টি স্টল এর মাধ্যমে উপজেলার বিভিন্ন স্কুল , কলেজ ও মাদ্রাসা অংশ গ্রহন করে।