কালিহাতীতে স্কুল ছাত্রের আত্মহত্যা


টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পোষণা গ্রামের এক স্কুল ছাত্র ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। নিহত দেলোয়ার হোসেন (১৬) গোপালদিঘী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
শনিবার (৫জানুয়ারি) সকালে নিজ ঘরের শোবার রুমে ধরনার সাথে ঝুলে আত্মহত্যা করে।
স্থানীয়রা জানায়, একই স্কুলের জনৈক ছাত্রীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই ছাত্রীর অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় প্রেমে ব্যর্থ হয়ে সে আত্মহত্যা করে।
কালিহাতী থানার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, স্কুল ছাত্র দেলোয়ার ফাঁসিতে আত্মহত্যার ঘটনায় কালিহাতী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।