বাসাইলে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৭:০৬ পিএম, শনিবার, ৫ জানুয়ারী ২০১৯ | ৫০০

টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ)'র বাসাইল শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (৫ জানুয়ারী) সকাল ১১ টায় বাসাইল বাস স্ট্যান্ড সংলগ্ন মেসার্স আল মদিনা টেড্রার্সে দ্বিবার্ষিক সম্মেলনে  হাজী মতিয়ার রহমান গাউস কে সভাপতি ও আশিকুর রহমান পলাশ কে সাধারণ সম্পাদক করে দশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শামছুন নাহার শবনম, কোষাধ্যক্ষ আবু হানিফ মিয়া, সম্মানিত সদস্য দিলরুবা আক্তার রুবী, নাছরিন পারভীন, শামছুল আলম, আলী আজগর খান, মো: আসাদুর রহমান ও মহাদেব সাহা।

আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন শেষে সকল ডিলারের উপস্থিতিতে চলতি ইরি মৌসুমে সুন্দর ও সুষ্ঠো ভাবে কৃষকদের মাঝে সার সরবরাহের ব্যবস্থা গ্রহন করা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়।