মির্জাপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র শিমুলের দায়িত্ব গ্রহণ


টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র সালমা আক্তার শিমুল দায়িতভার গ্রহণ করেছেন। সোমবার সকালে পৌরসভা মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। এর মধ্যদিয়ে শিমুল তার স্বামী প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের স্থলাভিশিক্ত হলেন।
এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, লতিফপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহীদ ইকবাল, মাজহারুল ইসলাম শিপলু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সোহেল রানা,উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি বিপ্লব মাহামুদ উজ্জল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান প্রমুখ।
এর আগে মেয়র শিমুল পৌরসভা মিলনায়তনে পৌছালে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
নবনির্বাচিত মেয়র সালমা আক্তার শিমুল মির্জাপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদেগর প্রতি কৃতজ্ঞœতা প্রকাশ করেন।