নন্দীগ্রামে রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৫ এএম, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮ | ৪৫৬

বগুড়ার নন্দীগ্রাম-পন্ডিতপুকুর আঞ্চলিক সড়কের টিকরাগাড়ী এলাকায় ডাকাতি সংঘটিত হয়েছে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে নন্দীগ্রাম-পন্ডিতপুকুর সড়কের টিকরাগাড়ী ব্রীজে একদল ডাকাত গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে তারা একটি মোটর সাইকেল ও সিএনজির যাত্রীদের সর্বস্ব লুটে নেয়।

ডাকাত কবলিত যাত্রী মুদি ব্যবসায়ী সোনালী পারভেজ বিদ্যুৎ জানান, আমি সিএনজিতে দোকানের মালামাল কিনে নন্দীগ্রাম হয়ে পন্ডিতপুকুর আসার পথে একদল সশস্ত্র ডাকাত আমার কাছ থেকে নগদ ৩ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

সিএনজিতে থাকা মানিক নামের যাত্রীর কাছ থেকে ২৪ হাজার টাকা ও সিএনজি চালক সিদ্দিকের নিকট থেকে মোবাইল নিয়েছে। ডাকাত কবলিত মোটর সাইকেল চালক ইউনুস আলী বলেন, টিকরাগাড়ী ব্রীজে ডাকাতদল তার কাছ থেকে ৩ হাজার টাকা ও তার স্ত্রীর কানের দুল এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

কুমিড়া পন্ডিতপুকুর ফাঁড়ি ইনচার্জ আনিছুর রহমান জানান, সিএনজির যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ও কিছু টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।