স্টোক সিটিকে হারিয়ে শিরোপার দৌড়ে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২০ এএম, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮ | ৪২০

ইংলিশ প্রিমিয়ার লিগে স্টোক সিটিকে হারিয়ে শিরোপার লড়াইয়ে আরো এগিয়ে গেলো ম্যানচেস্টার সিটি। এই দিন ডেভিড সিলভার জোড়া গোলে স্টোক সিটিকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার দল।

সোমবার ম্যাচের প্রায় ৭৭ শতাংশ সময় নিজেদের দখলে বল রেখে খেলাকে নিয়ন্ত্রনে রাখে ম্যানসিটি। ম্যাচের দশম মিনিটে ম্যানসিটির হয়ে প্রথম গোল করে উৎসব শুরু করেন ডেবিড সিলভা। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বল ডি- বক্সে ফাঁকায় পেয়ে জোরালো শটে জালে পাঠান।

তারপর কয়েকটি সুযোগ আসলে লক্ষবেধ করতে পারেনি দুইদল। দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুন করেন ডেভিড সিলভা। প্রধমে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুসকে বল বাড়ান, তারপর ফিরতি পাস পেয়ে ডি-বক্সে সুযোড় পেয়ে বাঁ-পা দিয়ে জোরালো শট করে গোল করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

চলতি লিগে ৩০ ম্যাচ খেলে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যানচেস্টার সিটি।শেষ আটে আর তিনটি ম্যাচ জিতলেই শিরোপা যাবে তাদের ঘরে। টেবিলের দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এমএমআর