‘সাপলুডু’তে চুক্তবদ্ধ হলেন বেঙ্গল মাল্টিমিডিয়া


আগেই ঘোষণা আসে গোলাম সোহরাব দোদুলের প্রথম সিনেমা ‘সাপলুডু’তে অভিনয় করবেন চিত্রনায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।
শুক্রবার (১২ অক্টোবর) সিনেমাটির সঙ্গে অনুষ্ঠানিকভাবে চুক্তবদ্ধ হলেন তারা। এদিন বিকেলে আরটিভি কার্যালয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের (আরটিভি) পক্ষে চুক্তি স্বাক্ষর করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান। এছাড়া নির্মাতা গোলাম সোহরাব দোদুল, আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম সিনেমাটির চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
সৈয়দ আশিক রহমান বলেন, গোলাম সোহরাব দোদুল বাংলাদেশের একজন গুণী পরিচালক। তার হাতে নির্মিত হবে ‘সাপলুডু’। আর আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম অভিনয় নৈপুণ্যে তাদের যোগ্যতা প্রমাণ করেছে।
পরিচালক গোলাম সোহরাব দোদুল জানান, অ্যাকশন থ্রিলার ধাঁচের সিনেমা হবে এটি। অভিনয়শিল্পীর তালিকায়ও রয়েছে চমক। তারকাবহুল সিনেমা হবে ‘সাপলুডু’। শুটিং হবে দেশের মনোরম লোকেশনে।