শ্রমিক ধর্মঘটে বিরুপ প্রভাব পড়েছে স্থলবন্দর বেনাপোলে

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৯ পিএম, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮ | ৩৮৮

হরতালের বিরুপ প্রভাব পড়েছে স্থলবন্দর বেনাপোলে। বন্দর সড়কের দুপারে আটকা পড়েছে আমদানি রফতানি বাহি প্রায় ২ হাজার ট্রাক।

দীর্ঘ ৪কিলোমিটার এলাকাজুড়ে যান ও পন্যজটের সৃষ্টি হয়েছে। টানা তিন ধরে আটকা পড়েছে ভারত ও বাংলাদেশের প্রায় ৩হাজার ড্রাইভার ও হেলপার। অনেক কষ্টে দিন কাটছে তাদের। গত ২দিনে প্রায় ৫০ কোটি টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার। পন্যজটে মহা দুর্ভোগে পড়েছেন পথচারিরা সহ বন্দর ব্যাবহার কারী ব্যাবসায়িরা। তবে রাত থেকেই অনেক দুরপাল্লার পরিবহন বেনাপোল ছেড়ে যাওয়ায় পাসপোর্ট যাত্রীদের দুর্ভোগ কমতে শুরু করেছে।

বেনাপোল বন্দর পরিদর্শক মনির হোসেন জানান,রবি ও সোমবার শ্রমিক ধর্মঘটে বেনাপোল বন্দর থেকে কোন রফতানি পন্য ভারতে যায়নি। অপরদিকে ভারত থেকে পন্য আমদানি হলেও বন্দর ছেড়ে না যাওয়ায় গত তিনদিনে ২হাজারের অধিক আমদানি রফতানি বাহি ট্রাক আটকে জটের সৃষ্টি হয়েছে। পোর্ট রয়েছে সচল। যান ওপন্যজট রোধে বন্দর ও কাষ্টম কর্তৃপক্ষ চেষ্টা চালাচ্ছেন বলে জানান তিনি।