যুক্তরাজ্যে বঙ্গবন্ধুর ছবি অবমাননা, ঝিনাইদহে ছাত্রলীগের মিছিল, সমাবেশ, প্রতিবাদ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮ | ৪২৯

ঝিনাইদহে যুক্তরাজ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা, বাংলাদেশ দুতাবাসে সন্ত্রাসী হামলা ও সাজাপ্রাপ্ত আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবিতে ছাত্রলীগের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহ কলেজ ছাত্রলীগের আয়োজনে আজ সকাল ১১ টার দিকে কলেজ চত্তর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

এসময় জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারন সম্পাদক রানা হামিদ, কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুল আওয়াল, সাধারন সম্পাদক ফারুখ হোসেন সহ কলেজ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা যুক্তরাজ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা করার তীব্র প্রতিবাদ, বাংলাদেশ দুতাবাসে সন্ত্রাসী হামলা ও সাজাপ্রাপ্ত আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

 

জাহিদুর রহমান তারিক/এইচএইচ