নাগরপুরে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩২ পিএম, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮ | ৪৪৪

টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গালবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন এ অনুষ্টানের আয়োজন করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা শাহীনের সভপতিত্বে  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান জিয়াসমিন আক্তার জোৎনা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. আক্তারুজ্জামান বকুল, জেলা সিনিয়র তথ্য অফিসার গোলাম আহাদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফরহাদ হোসেন প্রমুখ। পরে উপজেলা প্রশাসনের উদ্যেগে বর্নাঢ্য সাংস্কৃতি র‌্যালীতে আংশ নেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।