নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নাগরপুরে মানববন্ধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৬ পিএম, সোমবার, ২২ অক্টোবর ২০১৮ | ৪২১

টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে।

“নিজের নিরাপত্তা সর্বাগ্রে” এ শ্লোগানকে সামনে নিয়ে শিক্ষার্থীরা এ সময় ব্যানার, ফেষ্টুন, প্লেকার্ড নিয়ে মানববন্ধনে অংশ গ্রহন করে।

স্থানীয় নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের পাশ ধরে এ মানববন্ধনের আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন, নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু সোম রাম, সহকারি শিক্ষক আব্দুর রউফ, মো. মনসুর আলী। যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক অনুকুল বিশ্বাস, শহিদুর রহমান, সুব্রত শীল, প্রমূখ।