ধনবাড়ীতে নিরাপদ সড়কের দাবীতে র্যালী মানববন্ধন


টাঙ্গাইলের ধনবাড়ীতে নিরপদ সড়কের দাবীতে ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক- শিক্ষিকার সমন্বয়ে র্যালী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ সড়কের দাবীতে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ভাইঘাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-জামালপুর মহাসড়কের ভাইঘাট বাসস্ট্যান্ডের দু’পার্শ্বে শিক্ষার্থী,শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দরা ৩০ মিনিট দাড়িয়ে অবস্থান করেন।
এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও সকল জনগনের মাঝে সড়কের নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের লেখা সম্বলিত পোষ্টার ব্যানার ফেস্টুন, ও লিফলেট বিতরণ করেন।
মানববন্ধন শেষে অলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আকবর হোসেন চেয়ারম্যান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক মাহববুল আলম, ম্যানেজিং কমিটির সদস্য আ: হাই তালুকদার,শাজাহান আলী, অভিবাবক মো: নজরুল ইসলাম সহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।