নারায়ণগঞ্জে ৪ যুবকের লাশ উদ্ধার

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:৫০ পিএম, রোববার, ২১ অক্টোবর ২০১৮ | ৫৬০

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে চার যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে আড়াইহাজারের পাচরুখী এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি গুলিসহ দুটি পিস্তল, একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় চার যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তাদের মাথা থেঁতলানো থাকায় নিহতদের চেহারা চেনা যাচ্ছে না। তবে তাদের শরীরের কোথাও গুলি বা মারধরের চিহ্ন ছিলো না।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুই দল সন্ত্রাসী গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।