কন্যা সন্তান দত্তক নিলেন সাক্ষী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, রোববার, ২১ অক্টোবর ২০১৮ | ৪৪৩

টেলিভিশন অভিনেত্রী সাক্ষী তনওয়ারের জীবনের নতুন পথচলা শুরু৷ সিঙ্গেল মাদার হিসেবে নিজেকে নতুন রূপে খুঁজে পেলেন সাক্ষী৷ নয় মাসের কন্যা সন্তান দত্তক নিয়েছেন সাক্ষী৷ সন্তানের নাম দিয়েছেন দিত্যা৷ দেবী লক্ষ্মীর আরও এক নাম হল দিত্যা৷ সদ্য দত্তক নেওয়া কন্যা সন্তানের নাম তিনি প্রথম মিডিয়াকে জানান৷

সাক্ষীর কথায়, “আমার অভিভাবক এবং পরিবারের আশীর্বাদ, সমর্থন নিয়ে দিত্যাকে দত্তক নিয়েছি৷ দিত্যার নয় মাস এখনও পূর্ণ হতে আরও একটু সময় রয়েছে৷ আমি নিজের খুশি ভাষায় ব্যক্ত করতে পারব না৷ কিন্তু এই টুকু বলতে পারি যে এটা আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত৷”

এক সময় টেলিভিশনের টিআরপি ক্যুইন ছিলেন তিনি৷ ‘কাহানি ঘর ঘর কী’ ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন সাক্ষী৷ তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে৷ ‘দঙ্গল’ ছবিতে আমির খানের স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সাক্ষী৷ ছবিতে তাঁর চরিত্রও বেশ গুরুত্বপূর্ণ ছিল৷