ভারতে ট্রেনে কাটা পড়ে নিহত ৬০


ভারতের পাঞ্জাবে রাবন বধের অনুষ্ঠান দেখার সময় ট্রেন চাপায় কমপক্ষে ষাট জন নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক। তাদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় শোক ঘোষণা করেছে রাজ্য সরকার। শনিবার বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান।
অমৃতসরের ধোবি ঘাটে রাবণের কুশপুত্তলিকা দাহের অনুষ্ঠান দেখতে জড়ো হয়েছিলেন সাত শতাধিক দর্শনার্থী। স্থান সংকুলান না হওয়ায়ে পাশের রেললাইনে উঠে আসেন অনেকেই।
কুশপুত্তলিকা পোড়ানোর সময়ে আতশবাজির শব্দে দ্রুত গতিতে আসা ট্রেনের শব্দ শুনতে পান নি দর্শনার্থীরা। এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের।
ঘটনার পর সরকারি ও বেসরকারি সব হাসপাতাল খোলা রাখা নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ। নিহতদের প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ারও ঘোষণা দেন তিনি।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ বলেন, এই ঘটনা সত্যিই দুঃখজনক। শোকার্ত পরিবারের পাশে আছি আমরা। আহতর চিকিৎসার পুরো খরচ বহন করবে রাজ্য সরকার। এরই মধ্যে কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ট্রেনের চালক জানান, এগিয়ে যেতে সবুজ সংকেত পেয়েছিল তিনি। দুর্ঘটনার পর এ বিষয়ে পরবর্তী স্টেশন মাস্টারকে অবহিত করার কথাও জানান তিনি। দুর্ঘটনার জন্য লাইনম্যানকে দায়ী করছেন রেল কর্তৃপক্ষও।