৭লাখ টাকার ৩৬টি ভারতীয় এন্ড্রয়েড সেটসহ আটক ১


বেনাপোল আমড়াখালি চেকপোষ্টে ৭লাখ টাকা মূল্যের ভারতীয় ৩৬টি এন্ড্রয়েড মোবাইল সেটসহ মুক্তার হোসেন নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি। সে ঢাকা কেরানীগজ্ঞ কুন্ডা জাজিরা গ্রামের আবুল হোসেনের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুল হক জানান শনিবার দুপুরে ভারত থেকে এন্ড্রয়েড মোবাইল সেটের চালান নিয়ে এক পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশ প্রবেশ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বেনাপোল আমড়াখালি চেকপোষ্ট থেকে সন্দেহভাজন মুক্তারকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৬টি মোবাইল সেট। যার দাম ৭লাখ টাকা বলে জানান তিনি।
আটক মালামাল সহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।
এমএমআর/মোঃ নাজমুল হোসেন