ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে যুবক নিহত


ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর কান্দিভিটা সীমান্তে রব্বানী (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী ইউনিয়নের কান্তিভিটা সীমান্তের ৩৮৫ নম্বর পিলারের কাছ থেকে শনিবার (২০ অক্টোবর) সকালে রব্বানীর মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়সূত্রে জানা যায়, রব্বানী হরিণমারী ইউনিয়নের বেলতলা গ্রামের পুরাকাঠির ছেলে। গত ৪-৫ দিন থেকে রব্বানী নিখোঁজ ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিও তুহিন মোহাম্মদ মাসুদ জানান, রব্বানী কোনো ব্যবসার জন্য নাকি পথ ভুলে ওই দিকে গিয়েছিলেন তা এখনো নিশ্চিত করে জানা যায়নি।