ধর্ষণের গুজবে হত্যা, বাদীর বাড়িতে দুর্বৃত্তের হামলা লুটপাট

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩২ পিএম, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮ | ৬২৪

টাঙ্গাইলের মির্জাপুরে হত্যা মামলার বাদীর বাড়িতে দুর্বৃত্তরা হামলা ভাঙচুর লুটপাট করেছে। রোববার রাতে মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামের সবজি ব্যবসায়ী শাহিন হত্যা মামলার বাদী রেহানা বেগমের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ঘরের আসবাবপত্র ভাংচুর করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। রেহানা বেগম এ ব্যাপারে মির্জাপুর থানায় অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, ৭ সেপ্টেম্বর বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামের বাসিন্দা প্রভাবশালী বিএনপি নেতা মোহাম্মদ আলীর নির্দেশে ধর্ষণের গুজব ছড়িয়ে ব্যবসায়ী শাহিন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। হত্যার ২দিন পর শাহিনের স্ত্রী রেহানা বেগম বাদী হয়ে মোহাম্মদ আলীসহ ২৪জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ সুমন এবং ডিবি পুলিশ হেকমত আলী নামে দুইজনকে গ্রেফতার করে।

মামলার তালিকা ভুক্ত আসামী অয়ন খান এবং এজাজ খান গত ৪ অক্টোবর হাইকোর্ট থেকে তিন সপ্তাহের এবং মমিনুর রহমান খান লেবু, নজরুল ইসলাম নওজেশ, দুলাল মিয়া ও বজলু শিকদার ৯ অক্টোবর হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন পান।

আসামীরা জামিনে এসেই এলাকা দাপিয়ে বেড়ায় এবং মামলার স্বাক্ষীদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে বলে গ্রামবাসী অভিযোগ করেছেন।

এদিকে ঘটনার পর থেকেই আসামীদের ভয়ে মামলার বাদী রেহানা বেগম বাড়ি থেকে অন্যত্র অবস্থান করছে। রোববার রাতে দুর্বৃত্তরা রেহানা বেগমের বাড়িতে গিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। এঘটনায় রেহানা বেগম মির্জাপুর থানায় অভিযোগ দায়ের করেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাছিম জানান, হত্যা মামলার বাদীর বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।