বাসাইলে পাবলিক রেশনিং সার্ভিসেস এর ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে পাবলিক রেশনিং সার্ভিসেস নামের স্বেচ্ছাসেবী সংগঠন।
১৪ অক্টোবর রবিবার বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন বাসাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান গাউছ।
এ সময় উপস্থিত ছিলেন পাবলিক রেশনিং সার্ভিসেস-এর চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম, কো-অর্ডিনেটর মোঃ জাহাঙ্গীর আলম, ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান চৌধুরী হবি প্রমুখ।
এছাড়া এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বর্তমানে ভর্তুকি মূল্যে ১১টি পণ্য বিক্রয় করা হচ্ছে।
সয়াবিন তেল, চিনি, সাবান, গুড়া সাবান, জিরা, ডাল সহ আরো অন্যান্য পণ্য ৩০% থেকে ৬০% ভর্তুকি দেওয়া হচ্ছে। পাবলিক রেশনিং সার্ভিসেস-এর লক্ষ্য হলো দরিদ্র জনগণের মধ্যে ভর্তুকি মূল্যে বিভিন্ন পণ্য পৌঁছে দেওয়া।