নিকি হ্যালি’র পদত্যাগ


জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছে বিবিসি।
যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি হোয়াইট হাউস। তবে ট্রাম্পের সঙ্গে নিকি হ্যালি মঙ্গলবার সকালে দেখা করেছেন বলে এক টুইট বার্তায় জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই।
নিকি হ্যালি ২০১৭ সালের জানুয়ারিতে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন শেষ করার পরই তার পদত্যাগের ঘোষণা আসলো।
গত এপ্রিলে রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ নিয়ে হোয়াইট হাউসের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়।
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিকে ভারতীয় বংশোদ্ভূত সাউথ ক্যারোলাইনার গর্ভনর নিকি হ্যালিকে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিয়োগ করেন।
নিকি হ্যালি কঠোর ট্রাম্প বিদ্বেষী হিসেবে পরিচিত হওয়া সত্ত্বেও তাকে ‘পরীক্ষিত চুক্তি বাস্তবায়নকারী’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প নিজের প্রশাসনে নিয়ে আসেন।