আদিবাসী কোটা বহালের দাবিতে ঝিনাইগাতীতে বিক্ষোভ

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৫ পিএম, বুধবার, ১০ অক্টোবর ২০১৮ | ৪৬৬

মন্ত্রিপরিষদের নেওয়া কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকুরিতে ৫শতাংশ আদিবাসী কোটা বহালের দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের সিএনজি স্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে স্থানীয় মডেল পাইলট উচ্চ বিদ্যালয় গেইটের সামনে ঝিনাইগাতী-রাংটিয়া সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এসময় সড়কে যানচলাচল ব্যাহত হয়। আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ ঝিনাইগাতী শাখা এর আয়োজন করে। এতে মরিয়মনগর আদিবাসী পল্লীর প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

প্রায় ২০মিনিটের সমাবেশে বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের আহবায়ক অনিক চিরান, সদস্য সচিব পবিত্র স্রং, যুগ্নসম্নয়ক সৌহার্দ্য চিরান। বক্তারা সরকারি চাকুরিতে ৫ শতাংশ আদিবাসী কোটা বহালের জোর দাবি জানান। এসময় আদিবাসী শিক্ষার্থীরা কোটা বহালের জন্য বিভিন্ন স্লোগান দেন।