মির্জাপুরে সরকারের উন্নয়ন বার্তা জনগণের মাঝে পৌছে দেয়া হচ্ছে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৭ পিএম, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮ | ৫৬০

বর্তমান সরকারের গত ১০ বছরের উন্নয়নের বার্তা স্বচিত্র বিলবোর্ডের মাধ্যমে টাঙ্গাইল- ৭ মির্জাপুর নির্বাচনী এলাকার সর্বত্র জনসাধারণের মাঝে পৌছে দেয়া হচ্ছে। এই আসনের এমপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেনের উদ্যোগে উন্নয়ন বার্তার এই বিলবোর্ডগুলো দেয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এই নির্বাচনী এলাকায় রয়েছে একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন।স্বচিত্র এই বিলবোর্ডে নির্বাচনী এলাকার কোথায় কী উন্নয়ন হয়েছে তা তুলে ধরা হয়েছে। অর্থাৎ সংশ্লিষ্ট ইউনিয়নে বর্তমান সরকারের গত ১০ বছরে কয়টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এবং কয়টি কলেজে নতুন ভবন হয়েছে, কত কিলোমিটার কাঁচা-পাকা সড়ক, কয়টি নতুন ব্রিজ-কালভার্ড নির্মিত হয়েছে এবং কতগুলো বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে তার পরিসংখ্যানও দেয়া হয়েছে। এছাড়া কোন এলাকার কোন কাজ চলমান রয়েছে বা টেন্ডারের প্রক্রিয়াধীন রয়েছে তাও উল্লেখ করা হয়েছে। বর্তমান সরকারের ১০ বছরের উন্নয়নের স্বচিত্র এই বিলবোর্ডগুলো এই নির্বাচনী এলাকার রাস্তা-ঘাটের মোড এবং জনবহুল স্থানে শোভা পাচ্ছে। উন্নয়নের এই বিলবোর্ডগুলো দেখে নির্বাচনী এলাকার জনগণও তার এলাকায় গত ১০ বছরে কি উন্নয়ন হয়েছে তা সহজেই বুঝতে পারছেন বলে জানা গেছে।

মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামের বাসিন্দা ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক নূরুল ইসলাম, আজগানা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা পল্লী চিকিৎসক ফজলুর রহমান, তরফপুর গ্রামের আবুল কাশেম, একই গ্রামের মুক্তিযোদ্ধা আছান আলী, বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও গ্রামের মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, গোড়াই ইউনিয়নের মুক্তিযোদ্ধা জাবেদ আলী, উয়ার্শী ইউনিয়নের মজদই গ্রামের আম্বার আলী, আনাইতারা ইউনিয়নের খাগুটিয়া গ্রামের আমির হোসেন, বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামের আবুল হোসেন, ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের মজিবুর রহমান জামুর্কী ইউনিয়নের জামুর্কী চরপাকুল্যা গ্রামের মুক্তিযোদ্ধা ডিএম বাবলু প্রমুখরা জানান, উন্নয়নের এই বিলবোর্ডগুলোর মাধ্যমে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত এই নির্বাচনী এলাকার জনগণ গত ১০ বছরের কোন এলাকায় কি উন্নয়ন তা সহজেই বুঝতে সক্ষম হচ্ছে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে এই নির্বাচনী এলাকার কোথায় কি উন্নয়ন হয়েছে তা যাতে সাধারণ মানুষ সহজেই অনুধাবন করতে পারেন সেজন্যই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নামে স্বচিত্র এই বিলবোর্ডগুলো দেয়া হয়েছে বলে এমপি একাব্বর হোসেন জানিয়েছেন। উন্নয়নের স্বচিত্র বার্তা জনসম্মুখে তুলে ধরা হচ্ছে একজন জনপ্রতিনিধি হিসেবে জবাবদিহীতা নিশ্চিত করা বলে তিনি উল্লেখ করেন।