পঞ্চগড়ে ট্রেনে কাঁটা পড়ে নিহত ১


পঞ্চগড়ে ট্রেনে কাঁটা পড়ে রমজান আলী (৪০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। শনিবার দুপুরে পঞ্চগড় থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় রেল স্টেশন সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত ঐ ব্যাক্তি পঞ্চগড়- আটোয়ারী রোড এর বাস কাউন্টারের টিকিট মাস্টার, ধাক্কামারা পুরাতন পঞ্চগড় সি এন বি মোড় এলাকার আবুল কাসেম এর পুত্র।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে রমজান আলী আত্মহত্যার চেষ্টা করে আসছিল। শনিবার দুপুরে প্রতিবেশীকে বলে আসে আমি আত্মহত্যা করতে যাচ্ছি। এদিকে নিহতের ভগ্নিপতি একরামুল হক বলেন, নেশার কারণে আত্মাহত্যা করতে পারে।
পঞ্চগড় রেল স্টেশন এর টিকিট মাস্টার মোশারফ হোসেন জানান, আমি দূর্ঘটনার বিষয়ে জি আর পি পুলিশকে অবগত করেছি। জি আর পি পুলিশেই প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন। তবে রেল গার্ড জানিয়েছেন ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মাহত্যা করেছে।
পঞ্চগড় সদর থানার ওসি, রবিউল হাসান সরকার জানান, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ পাঠিয়েছি, জি আর পি পুলিশ এসেই প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন।