সিরিয়ার আকাশে ধ্বংস রুশ বিমান; নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪২ এএম, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮ | ৩৯২

ইজরায়েল হানায় ধ্বংস হল রুশ সামরিক বিমান। এই বিমানের ১৫ রুশ সেনা নিহত হয়েছে বলে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রক তরফে জানানো হয়েছে। এই ঘটনায় ইজরায়েল এবং ফ্রান্সকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাশিয়া। তাদের অভিযোগ, সিরিয়ায় হানা চালানোর সময় ইজরায়েল এবং ফ্রান্সের ছোড়া ক্ষেপণাস্ত্রের মুখে পড়েই ধ্বংস হয় আইএল-২০ টার্বো-প্রোপ বিমানটি। এবং এটি ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ রুশ প্রতিরক্ষা মন্ত্রকের।

জানা যাচ্ছে, সোমবার স্থানীয় সময় রাত ৮টা নাগাদ সিরিয়ার উপকূলবর্তী শহর লাটাকিয়া রুশ বিমানঘাঁটিতে পৌঁছনোর সময় র্যাডার থেকে উধাও হয়ে যায় বিমানটি। তবে, বিমান দুর্ঘটনায় রুশ অভিযোগ খারিজ করে হোয়াইট হাউজ। উল্টে হোয়াইট হাউজের তরফে জানানো হয়, রুশ ‘বন্ধু’ সিরিয়ার সেনার হামলায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এখানে ইজরায়েলের কোনও হাত নেই। ফ্রান্সও তাদের যোগ খারিজ করে স্পষ্ট জানিয়ে দেয়, এই ঘটনায় কোনওভাবে জড়িত নয় তারা। ইজরায়েল এ বিষয়ে কোনও মুখ খুলতে রাজি হয়নি।