টাঙ্গাইলে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত


টাঙ্গাইলে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আসিটি) মো. আশরাফুল মমিন খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শরিফুল হক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, সিভিল সার্জন ডা. শরিফ হোসেন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম প্রমুখ।