বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে কালিহাতীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

শুভ্র মজুমদার
প্রকাশিত: ০৭:০০ পিএম, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ | ৪১৩

“মানবাধিকারের স্ব-পক্ষে আওয়াজ তুলুন” প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে ৭০ তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যছিল র‌্যালী, আলোচনা সভা, নব-গঠিত কমিটির পরিচিতি সভা, শপথ ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সভাপতি শহিদুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তার, কালিহাতী থানার ওসি তদন্ত নজরুল ইসলাম, কালিহাতী কলেজের সহকারী অধ্যাপক জহুরুল হক বুলবুল, কালিহাতী আর এস সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি হরি মোহন পাল প্রমুখ।