দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার তৃতীয় বর্ষ পুর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৪ পিএম, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮ | ৪০৩

“দৈনিক বাংলাদেশের খবর” পত্রিকার তৃতীয় বর্ষপুর্তি এবং চতুর্থ বছরে পর্দাপন উপলক্ষে আজ ১৫ সেপ্টেম্বর/১৮, শনিবার সকাল সাড়ে ১১ টার সময় ঠাকুরগাও প্রেসক্লাবের আনিসুল হক বাবু মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু। প্রেসক্লাবের সহ সভাপতি জাকির মোস্তাফিজ মিলুর-সভাপতিত্বে এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাও প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তোরাব মানিক, সাবেক সহ সভাপতি শাহিন ফেরদৌস, মাই টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রোহান, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুল ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহাগ প্রমুখ।

অনুষ্ঠানে ঠাকুরগাওয়ের সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যের প্রতিনিধিগণ অংশ গ্রহন করেন। অনুষ্ঠানটি সন্ঞ্চালনা করেন দৈনিক বাংলাদেশের খবরের ঠাকুরগাও প্রতিনিধি মো.হারুন অর রশিদ। আলোচনা শেষে পত্রিকাটির মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক বাংলাদেশের খবরের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু।