চকরিয়ায় ইপসা-শেড এর আয়োজনে আলোচনা সভা


কক্সবাজার জেলার জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চকরিয়া কোরক বিদ্যাপীঠ'র শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
১৩ সেপ্টেম্বর দুপুর ১২ টার সময় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে চকরিয়া কোরক বিদ্যাপীঠের সহকারি প্রধান শিক্ষক ফজলুল কাদের'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন ইসপা-শেড এর প্রজেক্ট ম্যানেজার শওকত ওসমান। বিশেষ অথিতি ছিলেন এফএফ ম্যানেজার ইয়াছমিন আক্তার।
চকরিয়ায় ইপসা'র সহযোগীতায় শেড এর বাস্তবায়নে উগ্রবাদ ও সহিংসতা বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অথিতি বলেন- বর্তমানে সারা বিশ্বে উগ্রবাদ ও সহিংসতা বেড়েই চলেছে। এ থেকে বাঁচার জন্য শিক্ষক-শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন- ‘আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে সামাজিক গনআন্দোলনেরর মাধ্যমে সুন্দর ও শান্তিময় সমাজ গড়ি’। এদিকে ইপসা-শেড কর্তৃক জনসাধারণকে ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে সমাজ উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইফসা ও শেড সুত্রে জানা যায় তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশিক্ষণ, মানববন্ধন, সেমিনার ও ওঠান বৈঠকের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালনা করছেন।
এছাড়াও তারা ১৫-২২ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের ইপটিজিং, বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতন করে সুন্দর জীবন গঠনে সঠিক দিকনির্দেশনা বিষয় প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। ১৮-৩৫ বছর বয়সের স্কুল-কলেজ থেকে ঝড়েপড়া ছাত্র-ছাত্রীদের সঠিক দিকনির্দেশনা দিচ্ছেন। তাদের হতাশা ও বেকারত্ব দূরীকরণে সর্বাত্মক সহযোগীতা চালিয়ে যাচ্ছেন ইপসা-শেড। ৩৫-৬০ বছর বয়সী নারীদের সচেতনমূলক উঠান বৈঠক, র্যালি, আলোচনা সভা ও নারী সমাবেশের মাধ্যমে কার্যক্রম চালিয়ে নিচ্ছেন।
বক্তারা বলেন, জীবনের মান উন্নয়নে ইপসা-শেড এর এসব প্রশিক্ষণগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সর্বোপরি প্রকল্পের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ জানান তারা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হামিদা জান্নাত, মাজহার হোসাইন, মৌলানা আহমদ হোছাইন, মোহাম্মদ সাকের, আবুল বশর, সফিউল আলম, নুরুল মোস্তফা, আনছারুল করিম, রঞ্জিত কুমার দে, জাইদুল হক, মৌলানা নেছারুল হক, জুবাইদা বেগম, এম, রায়হান উদ্দিন, শিক্ষক প্রতিনিধি নুরুল ইসলাম ও বাবু অলসন বড়ুয়া, নজরুল ইসলাম, এম, রিদুয়ানুল হক, সুজিত বড়ুয়া, নুরুল ইসলাম, শ্রীজন মুহুরী, রোকন উদ্দীন, তারেকুল ইসলাম, জাহেদুল ইসলাম প্রমুখ।