টাঙ্গাইল-২ আওয়ামীলীগের দুই ও বিএনপির এক প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন দাখিল

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮ | ৪৪৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদের মধ্যে আওয়ামীলীগের দুই জন, বিএনপির একজন সিপিবির একজন ও জাকের পার্টির এক জন প্রার্থী রয়েছেন।

মনোনয়নপত্র জমাদানকারিরা হলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির ও বর্তমান আওয়ামী সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের ছেলে কেন্দ্রিয় আওয়ামী লীগ নেতা খন্দকার মশিউজ্জামান রোমেল (আওয়ামী লীগ), কেন্দ্রিয় যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু (বিএনপি), জাহিদ হোসেন খান (সিপিবি) এবং এনামুল হক মঞ্জু (জাকের পার্টি)।

এদের মধ্যে তানভীর হাসান ছোট মনির, জাহিদ হোসেন খান ও এনামুল হক মঞ্জু গোপালপুর সহকারি রিটার্নিং অফিসারের নিকট, সুলতান সালাউদ্দিন টুকু ভূঞাপুর সহকারি রিটার্নিং অফিসারের নিকট ও খন্দকার মশিউজ্জামান রোমেল টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন।

উল্লেখ্য এ আসনে আওয়ামীলীগের ১৭ জন ও বিএনপির ১৩ জন প্রার্থী দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেছিলেন।