মির্জাপুরে সুলতানা কামাল : রাজনৈতিক দলগুলো চাইলেই সুষ্ঠু নির্বাচন হবে


সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, রাজনৈতিক দলগুলো চাইলেই সুষ্ঠু নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সকলের সহযোগিতা করতে হবে।
তিনি শুক্রবার সন্ধায় টাঙ্গাইলের মির্জাপুর দানবীর রণদা প্রসাদ সাহার পূজা মন্ডপ পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন। রোহিঙ্গা সমস্যা সম্পকেৃ তিনি বলেন, নাগরিক সমাজসহ প্রত্যেক নাগরিককে রোহিঙ্গাদের সেবায় সম্পৃক্ত করা গেলে তাদের সকল সমস্যা আরও সুন্দরভাবে মেটানো যেত।
তিনি বলেন, রোহিঙ্গাদের অবশ্যই তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করতে হবে। সেটার প্রতি নজর দিতে হবে। তিনি বলেন, রোহিঙ্গাদের ত্রান ব্যবস্থাপনায় আরও সোচ্চার হতে হবে।
তারা নিজেরা ছোট ছোট তাবুতে রান্না করছে। এতে সেখানে ঝুঁকি বাড়ছে। সেখানে যে কোন মুহুর্তে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। সেখানে পানিয় জলের সুব্যবস্থা করতে হবে। শিশুদের রোগ থেকে মুক্তির উপায় বের করতে হবে। তিনি সারাদেশে রোহিঙ্গা ছড়িয়ে যাওয়ার জন্য ব্যবস্থাপনায় ত্রুটি রয়েছে বলে জানান।
এ সময় অন্যদের মধ্যে কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা ও পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি উপস্থিত ছিলেন।