প্রধান মন্ত্রীর জন্য দোয়া চাইলেন যুবলীগ নেতা

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭ | ৬৬৪

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেড় শতাধিক দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন টাঙ্গাইল জেলা যুবলীগের সহসভাপতি জেলা চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক খান আহমেদ শুভ।

তিনি শুক্রবার দুপুর থেকে উপজেলার জামুর্কী, মহেড়া, ফতেপুর, ভাতগ্রাম ও পৌরসভার প্রায় শতাধিক পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় তার সঙ্গে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম মনির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মো. সেলিম শিকদার, সাবেক ভিপি মাসুদ রানা মাসুম, টাঙ্গাইল জেলা যুবলীগের সহসম্পাদক মীর মঈন হোসেন রাজীব, উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আসিফ অনিক, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মাসুম রানা, যুবলীগ নেতা খন্দকার নিশাত, রেজা আহমেদ সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূজা মন্ডপ পরিদর্শনকালে খান আহমেদ শুভ পূজারিদের নিকট প্রধান মন্ত্রীর শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন। তিনি পূজামÐপে উপস্থিত সকলের খোঁজ খবর নেন এবং নির্বিঘেœ পূজা উদযাপনের আহŸবান জানান।

একই সাথে তিনি পূজামÐপ গুলিতে আর্থিক অনুদান প্রদান করেন।

এছাড়া খান আহমেদ শুভ বৃহস্পতিবার উপজেলার পাহাড়ি অঞ্চলের তরফপুর, বাঁশতৈল, আজগানা ও গোড়াই ইউনিয়নের প্রায় অর্ধশত পূজামন্ডপ পরিদর্শন করেন।