সাপাহারে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি সভা অনুষ্ঠিত


নওগাঁর সাপাহারে ১নং সাপাহার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনডিপির আর্থিক ও কারিগরী সহায়তায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে দুপুর ১২ টায় মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সাপাহার সদর ইউপি পরিষদ চেয়ারম্যান আকবর আলী।
এ সময় সেখানে উপস্থিত থেকে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে বক্তব্য প্রদান করেন জেলা পরিষদের সদস্য ফাইমা খাতুন, ইউপি সচিব মহিদুল হক(লিপু), উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী আলমগীর হোসেন, সাপাহার সদর ইউপি গ্রাম আদালতের সহকারী মাহবুব আলম রুবেল প্রমুখ।
এ সময় সেখানে ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন। প্রকল্পটির মাঠপর্যায়ে কাজ করছেন ইএসডিও।