নাগরপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩ পিএম, রোববার, ২ সেপ্টেম্বর ২০১৮ | ৪৬৭

টাঙ্গাইলের নাগরপুরে তিন দিন ব্যাপি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হয়েছে। পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জম্ম জয়ন্তী উৎসব উপলক্ষে, রবিবার সকালে মামুদনগর ভজগোবিন্দ সাহা মহাশশ্নান ঘাট থেকে মঙ্গল শোভা যাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

মামুদনগর কেন্দ্রীয়শশ্নান ঘাটের সভাপতি কানাই লাল ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনিসুর রহমান আনিস, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সাহা পোদ্দার,নরেন্দ্র চন্দ্র সাহা,সংকর কুমার সাহা,দিলীপ কুমার সাহা প্রমুখ।

এ দিকে কেন্দ্রিয় কালীবাড়ি ও বিবেকানন্দ জাগরণী সংঘ পৃথক ভাবে এ কর্মসূচী পালন করে। কেন্দ্রিয় কালীবাড়ি সভাপতি রমেন্দ্র নারায়ন শীলের সভাপতিত্বে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.জাকিরুল ইসলাম উইলিয়াম, কেন্দ্রিয় কালীবাড়ি সাধারন সম্পাদক লক্ষী কান্তা সাহা, সম্ভু নাথ সাহা, রামেন্দ্র সুন্দর বোস, সৈয়দ নাজমুল হক তপন,ফরিদুর রহমান ফরিদ, আল-মামুন।