পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু


কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার দলদলিয়া ইউনিয়নের কাজির মসজিদসংলগ্ন দলবাড়ির পাড় গ্রামে ও পূর্ব শিববাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার দলবাড়ির পাড় গ্রামের রাজমিস্ত্রি সাইফুল ইসলামের দেড় বছরের শিশুপুত্র রেজওয়ান বুধবার সকাল ৮টার দিকে সবার অগোচরে বাড়িসংলগ্ন পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়।
দলদলিয়া ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে একই দিন সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব শিববাড়ি গ্রামে ১ বছর বয়সী অর্নত নামের একটি শিশু বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটি ওই গ্রামের দিনেশ চন্দ্র শীলের ছেলে।
উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম সরদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।