চকরিয়া মালুমঘাটে
পাজেরো ও মটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১


মহাসড়কের চকরিয়ার মালুমঘাটের আমতলীর টেক নামক স্থানে বুধবার সকাল পৌনে ১২ টার দিকে কক্সবাজার মুখি পাজেরোর সাথে চকরিয়া মুখি মোটর সাইকেল ধাক্কা দিলেই দুই আরোহী গুরুতর আহত হয়।
তৎক্ষণাৎ পথচারীরা তাদের উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে পাঠান এবং একজন মৃত্যুবরণ করেন। প্রথমে আহতদের পরিচয় জানা না গেলেও পরে জানা যায় । দুইজনেই চকরিয়া পৌরসভা ৯ নং ওয়ার্ড নিবাসী।
মৃত্যু ১ম জন চকরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড এর জানে আলমের তৃতীয় পুত্র ও বাংলাদেশ ছাত্রলীগ চকরিয়া পৌরসভা ৯ নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পাবেল রহমান সবুজ এবং অন্যজন চকরিয়া পৌরসভা ৯ ওয়ার্ডের ওমর আলী কন্ট্রাক্টারে ভাইপো অর্থাৎ মরহুম শাহ আলমের তৃতীয় পুত্র নবিউল আরাফাত কে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। উক্ত নিউজ লেখা পর্যন্ত আহতের অবস্থা বিস্তারিত জানা যায়নি।
দূর্ঘটনায় পতিত পাজেরো গাড়িটি চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটুর বলে জানা যায়।