শিবগঞ্জে ১০৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার


বগুড়ার মোকামতলায় ১০৫ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে অাটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাত ০৩:১৫ মিনিটে দিনাজপুর হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তল্লাশী করে ১০৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ঐ দুইজনকে অাটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেনঃ দিনাজপুর জেলার বিরামপুর থানার কলমক্ষেত্র গ্রামের মোঃ বিদ্যুৎ মিয়া(২২) পিতা-মমিনুল ইসলাম ও একই এলাকার হারেজুল ইসলাম(২৪) পিতা-মৃত অফির উদ্দিন।
মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বগুড়া পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এই এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে।