নাগরপুরে ১৭.৫৭২ কি.মিটার বিদ্যূতায়ন উদ্বোধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২২ পিএম, রোববার, ১৯ আগস্ট ২০১৮ | ৪৯২

টাঙ্গাইলের নাগরপুরে ১৭.৫৭২ কি. মিটার নির্মিত লাইনের ৭৫০ জন গ্রাহকের মাঝে বিদ্যূতায়নের উদ্বোধন করা হয়েছে।

রবিবার বিকেলে উপজেলার ভাদ্রা ইউনিয়নের বাদে বিহালী, বিহালী খামার ও পাতিলাপাড়া গ্রামে ১৭.৫৭২ কি. মিটার নির্মিত লাইনের ৭৫০ জন গ্রাহকের মাঝে বিদ্যূতায়নের উদ্বোধন করেন, প্রধান অতিথি টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আবদুল বাতেন।

ভাদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হামিদুর রহমান লালনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী, টাঙ্গাইল পল্লী বিদ্যূৎ সমিতির নাগরপুর জোনাল অফিসের ডি.জি.এম বাবু জয় প্রকাশ নন্দী।

ভাদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. রতন মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বেগম মমতাজ খন্দকার, বীর মুক্তিযোদ্ধা নীরন্দ্র নাথ সাহা পোদ্দার, নাগরপু সরকারি কলেজ ছাত্র সংসদেও সাবেক জি এস মো.শফিকুল ইসলাম, মো. লাল মাসুদ বক্স ,ডা. মো. আলীম, মো. মাসুদুর রহমান, প্রমুখ। এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।