বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-২০২২-২৩

আগামীকাল ১ম সেমিফাইনালে সিটি ক্লাব বনাম ইয়ং স্পোটিং মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫০ পিএম, রোববার, ১২ ফেব্রুয়ারী ২০২৩ | ৭৪৬

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে আজ (১৩ ফেব্রুয়ারী) সোমবার ১ম  সেমিফাইনাল সিটি ক্লাব বনাম ইয়ং স্পোটিং এবং ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার ২য় সেমিফাইনালে প্রগতিশীল স্বদেশী সংঘ বনাম ইয়ুথ ক্লাব মুখোমুখি হচ্ছে।

২০২২ সালের ৩১ ডিসেম্বর শুরু হওয়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের দুই গ্রুপের ৩০টি  খেলা শেষে “ক” গ্রুপ থেকে সিটি ক্লাব ও প্রগতিশীল স্বদেশী সংঘ চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়ে সেমিফাইলে উঠেছে এবং “খ” গ্রুপ থেকে ইয়ুথ ক্লাব ও ইয়ং স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে।

“ক” গ্রুপ থেকে কাপাপো (কালিপুর,পাতুলীপাড়া ও পোদ্দারপাড়া) ক্রীড়া চক্র ও “খ” গ্রুপ থেকে করটিয়া মারুফ স্মৃতি সংঘ গ্রুপে সর্বশেষ স্থান অর্জনের কারণে দুটি দল প্রথম বিভাগে নেমে গেছে।

এছাড়া “ক” গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে স্কয়ার ক্রিকেট ক্লাব, ৪র্থ থানাপাড়া ক্লাব, ৫ম থানাপাড়া ইষ্টার্ন স্পোটিং ক্লাব ও ৬ষ্ঠ স্থান কাপাপো ক্রীড়া চক্র এবং তৃতীয় স্থান অর্জন করছে আকুরটাকুর যুব সংঘ, ৪র্থ টাঙ্গাইল ক্রিকেট ক্লাব, ৫ম প্যাড়াডাইসপাড়া ক্লাব এবং ৬ষ্ঠ করটিয়া মারুফ স্মৃতি ক্রিকেট ক্লাব।