টাঙ্গাইলে ২০০ পিচ ইয়াবাসহ ২ জন গ্রেফতার


টাঙ্গাইল সদর থানায় ধুলের চর মাদ্রাসা মোড়ে বাবুল স্টোরের সামনে থেকে ২০০ পিস ইয়াবা, ২ টি মোবাইলও নগদ এগারো হাজার একশত ষাট টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১২।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন টাঙ্গাইল সদর থানার মোঃ মঞ্জু মিয়া (২৯) ও মোঃ সিরাজুল ইসলাম (রোজেট) (৩৩)।
র্যাবসূত্রে জানা যায় র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদর রবিউল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার রাতে টাঙ্গাইল শহরে ধুলের চর মাদ্রাসা মোড়ে বাবুল স্টোরের সামনে থেকে ২০০ পিস ইয়াবা, ২ টি মোবাইল ও নগদ এগারো হাজার একশত ষাট টাকাসহ এই দুইজনকে গ্রেফতার করা হয়।
আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাদক দ্রব্য ইয়াবা সংগ্রহ করে টাঙ্গাইল জেলার সদর থানাসহ আশপাশের থানা এলাকায় মাদকের খুচরা ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা বিক্রয় করাসহ বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী হেরোইন সরবরাহ করে যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।
র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।