বাবাকে ছাড়াই জন্মদিন কাটল সারা আলি খানের


১২ অগাস্ট জন্মদিন ছিল সাইফ-কন্যা সারা আলি খানের। জন্মদিনে শুটিংয়ের তুমুল ব্যস্ততা থাললেও, শেষ পর্যন্ত মা এবং ভাইয়ের সঙ্গে আউটিংয়ে বেরিয়েই পড়েন সইফ-অমৃতা কন্যা সারা আলি খান। যেখানে সাদা রঙের পোশাক পরে পাপারাত্জির ক্যামেরায় ধরা পড়েন সারা। অন্যদিকে, দিদির জন্মদিনে সাদা পোশাকেই আবার দেখা মিলল সইফের ছেলে ইব্রাহিম খানেরও।
যদিও পাপারাত্জির সামনে পোজ দিতে দেখা যায়নি ইব্রাহিমকে। গাড়ির মধ্যে বসে ক্যামেরার ফ্ল্যাশ যখন তাঁকে দেখে বার বার ঝলসে উঠছে, সেই সময় নিজের মোবাইল ফোনেই ব্যস্ত ছিলেন ইব্রাহিম। শুধু তাই নয়, ইব্রাহিম খানকে দেখেলে এক ঝলকে আপনার সাইফ আলি খানের কম বয়সের কথাই মনে পড়ে যাবে।
অন্যদিকে এবার বলিউডে ডেবিউ করছেন সাইফ-কন্যা সারা। পরিচালক অভিষেক কাপুরের ‘কেদারনাথ’ দিয়েই বলিউডে ডেবিউ করার কথা সারার। এই সিনেমায় সারার বিপরীতে রয়েছেন সুশান্ত সিং রাজপুত। অন্যদিকে, ‘কেদারনাথ’-এর পর ‘সিম্বা’-র শুটিংও শুরু করেছেন সারা। করণ জহরের ধর্মা প্রোডাকশনের এই সিনেমায় সইফ-কন্যার বিপরীতে রয়েছেন রণবীর সিং। ইতিমধ্যেই এই সিনেমার শুটিং শুরু করেছেন রণবীর, সারা। শুধু তাই নয়, করণ জহর নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবিও শেয়ার করেছেন।