টাঙ্গাইলে আ'লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


সারা দেশের টাঙ্গাইলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন। এ উপলক্ষে মাস ব্যাপী নানা ধরণের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
রবিবার (২৩ জুন) সকালে পৌর শহরের জেলা আ'লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনও করেন নেতাকর্মীরা
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর খান মেনু, সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, পৌর মেয়র জামিলুর রহমান মিরন যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা প্রমুখসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের সকল নেতৃবৃন্দ।